ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ভারতেও কমছে সংক্রমণ, আরও ৭০৬ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১৩ অক্টোবর ২০২০

গত একদিনেও ভারতে অর্ধ লক্ষাধিক করোনা রোগী শনাক্ত হলেও কমেছে সংক্রমণ হার। ফলে ছোট হয়ে আসছে সক্রিয় রোগীর সংখ্যা। একইসঙ্গে কিছুটা কমেছে প্রাণহানি। দেশটিতে নতুন করে ৭০৬ জন ভুক্তভোগী প্রাণ হারিয়েছেন। সুস্থতা লাভ করেছেন দুই-তৃতীয়াংশের বেশি রোগী। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৩৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৭১ লাখ ৭৫ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে। 

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ৭০৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৮৫৬ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৮৯ লাখ ৪৫ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১০ লাখ ৭৩ হাজারের অধিক।

বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত। 

দেশটিতে শুরু থেকেই সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখনও অবধি ১৫ লাখ ২৫ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে সংখ্যাটা সাত লাখ ৫৮ হাজার ছাড়িয়ে গেছে। কর্নাটকে ৭ লাখ ১৭ হাজার ও তামিলনাড়ুতে সাড়ে ছয় লাখের বেশি এখনও অবধি করোনায় সংক্রমিত হয়েছেন। উত্তরপ্রদেশে সংখ্যাটা চার লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে। 

দিল্লিতে মোট আক্রান্ত তিন লাখ ১১ হাজার পেরিয়েছে। পশ্চিমবঙ্গ, কেরল, ওড়িশা ও তেলঙ্গানাতে দু’লাখ পার করেছে মোট আক্রান্ত। বিহার, অসম, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ছত্তীসগঢ়, পাঞ্জাবে মোট আক্রান্ত এক লাখের বেশি। দেশের বাকি রাজ্যে আক্রান্ত এখনও লাখের কোটা পেরোয়নি।

শুধু সংক্রমণেই নয় প্রাণহানিতেও শীর্ষে মহারাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৪০ হাজার ৫০৪ জন  ভুক্তভোগী প্রাণ হারিয়েছেন। তামিলনাড়ু ও কর্নাটকে মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে। অন্ধ্র ও উত্তরপ্রদেশেও ছয় হাজার ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। 

পশ্চিমবঙ্গ ও দিল্লিতে সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারের বেশি। তিন হাজারের বেশি মৃত্যুর সাক্ষী গুজরাট ও পাঞ্জাব। মধ্যপ্রদেশেও সংখ্যাটা আড়াই হাজার পেরিয়েছে। রাজস্থান, জম্মু ও কাশ্মীর, ছত্তিশগড় ও তেলঙ্গানাতেও মোট মৃত এক হাজার ছাড়িয়েছে। দেশের বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা তুলনায় অনেক কম।

অন্যদিকে বেড়েছে সুস্থতা। গত ২৪ ঘণ্টায়ও ৭৭ হাজার ৭৬০ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৬২ লাখ ২৭ হাজার ২৯৫ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমে ৮ লাখ ৩৮ হাজার ৭২৯ জনে দাঁড়িয়েছে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি